হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জামেয়াতুল-কাওসার বিশ্ববিদ্যালয়ে আলেম ও বুদ্ধিজীবীদের সম্মানে এক মর্যাদাপূর্ণ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান হযরত ইমাম জামানা (আ:) এর শান্তি কামনার দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল্লামা শেখ মহসিন আলী নাজাফী। বক্তৃতায় তিনি হজরত রাসূলে আকরাম (সা.) এবং তাঁর ইন্তেকালের পর হজরত ফাতিমা জাহরা (রা.)-এর অবস্থার কথা বলেন।
তিনি হযরত আলী (আ.) ও হযরত ইমাম হাসান (আ.)-এর ওপর সংঘটিত নৃশংসতার কথাও উল্লেখ করেন।
তিনি ইসলামের টিকে থাকার জন্য এই ব্যক্তিত্বদের গৃহীত ধৈর্যকে দ্বীন ইসলামের টিকে থাকার জন্য দায়ী করেন।
তিনি বলেন, বর্তমানে এসব ব্যক্তিত্বের রাজনীতি ও প্রজ্ঞাতেই মুসলিম উম্মাহর কল্যাণ টিকে আছে।
আল্লামা শেখ মহসিন নাজাফী, জাকিরদেরকে আলীর ধৈর্য এবং ইমাম হাসানের রাজনীতি ও প্রজ্ঞা অবলম্বন করতে এবং অন্যান্য মাযহাবের লোকদেরকে ভালবাসা ও স্নেহের সাথে গ্রহণ করার আহ্বান জানান।
তিনি স্পষ্ট করে বলেন, আমাদের মিম্বর থেকে কিছু লোকের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা আমাদের ধর্মের প্রতি আঘাত আর এ সবই ইমাম আলী (আ.) ও ইমাম হাসান (আ.)-এর জীবনী থেকে দূরত্বের ফল, অথচ ইসলাম টিকে থাকবে ধৈর্য, শান্তি, মিলন এবং ভালোবাসা ও ভ্রাতৃত্ব থাকলে।
তিনি আশা প্রকাশ করেন, জাতির আলেম ও বুদ্ধিজীবীগণ তাদের জীবনে ইমামদের সিরাকে সর্বদা বিবেচনায় রাখবেন।